আমাদের প্রকল্প
কিছু বাংলাদেশী বন্ধুর অনুরোধ এবং সক্রিয় উদ্যোগে আমরা সিদ্ধান্ত নিয়েছি ভারতে তথা কোলকাতায় আসা বাংলাদেশী নাগরিকদের থাকার একটা অস্থায়ী বন্দোবস্ত করবো এবং সেটা বিনামূল্যে।আমাদের উদ্দেশ্য দুই বাংলার (ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশ) মাঝে নিঃস্বার্থ সেতু হিসাবে কাজ করা।
এরই মাঝে আমরা আমাদের উদ্যোগটি শুরু করে দিয়েছি বাংলাদেশী এবং কোলকাতার বন্ধুদের সহায়তায়। আপনাদের আমন্ত্রণ জানাই, আমাদের সাথে অংশ গ্রহণের জন্য। আমরা চাই আমাদের সম্ভাব্য সহায়তা দিয়ে এই সেবাটিমে কার্যকর করতে আপনারা আমাদের সাথেই থাকবেন।
আমাদের উদ্দেশ্য
- দুই বাংলার (ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশ) মাঝে সেতুবন্ধন
- বাংলাদেশ থেকে কোলকাতায় চিকিৎসা সেবা নিতে আগত নাগরিকদের নিরাপদ ও বিনামূল্যে থাকার ব্যবস্থা।
- কোলকাতায় পড়তে আসা ছাত্রছাত্রীদের জন্য অস্থায়ী থাকার ব্যবস্থা হিসাবে। যাতে শুরুতেই তারা নিরাপদ একটা জায়গায় থেকে সবটা বুঝে শুনে নিতে পারে।
- বাংলাদেশ থেকে কোলকাতায় আসা ভ্রমণ পিপাসুদের জন্য থাকার জায়গা দেয়া, বিশেষ করে যারা নতুন আসে এবং পরিচিত চেনাজানা কেউ থাকেনা।
- এককালে কোলকাতা পৈতৃক ভিটা যাদের ছিল বা এখনো আত্মীয় স্বজন আছে যেসব বাংলাদেশীদের তাদের থাকার ও পরামর্শ দেওয়া।
প্রকল্পের সম্পত্তিঃ
আমাদের মূল থাকার জায়গাটা সনাতন দাসের কোলকাতার বাড়িতে। এবং আমাদের ছোট্ট প্রচেষ্টাটি ওখান থেকেই আমরা শুরু করেছি। তবে আমাদের চেষ্টা এবং আকাঙ্খা আছে ধীরে ধীরে এটিকে আরো বিস্তৃত করা এবং যত বেশী সম্ভব বাঙ্গালীর থাকার ব্যবস্থা করা।
বর্তমান জায়গা কোলকাতার মূল জায়গায় অবস্থিত। যাদবপুর, কোলকাতা, ওয়েস্ট বেঙ্গল।
যোগাযোগ
আমাদের সাথে যোগাযোগ করুনঃ
ইমেইলঃ abhinnabangla@gmail.com
মোবাইল (হোয়াটসঅ্যাপ):+91 9930794022 (ইন্ডিয়া)